আমার বিয়ে কবে ?

সবাই ভাবে গল্পের শুরু হয়‌‌ জন্ম থেকে, আমার গল্পটা  শুরুটা একটু আলাদা। যেদিন আমি বুঝলাম, ততক্ষণ তোমার পাশে কেউ থাকবে না যতক্ষণ না তুমি নিজের পাশে নিজেই দাঁড়াও না।‌ সেদিন থেকেই জীবনের ঘড়ি উল্টো দিকে ঘুরে চলেছে। মানুষ যখন আমার কাছে জিজ্ঞাসা করে “তোমার বিয়ে কবে?”, আমি হেসে বলি “আমার জীবনটা একটা ক্রিস্টোফার নোলান সিনেমার মতো, বোঝার চেষ্টা করলে টাইমলাইন গুলিয়ে যাবে। আমার গল্প শুরু হয়েছে অনেক আগেই‌, শুধুমাত্র ‌কিছু স্বপ্ন, আর নিজের করা কিছু ভুল দিয়ে।

পেজ সূচিপত্রঃ আমার বিয়ে কবে হবে

শুরুটা একটু অদ্ভুত ছিল

আমি ২১ বছর বয়সী, বাংলাদেশের একজন সাধারণ ছাত্র। আমি কম্পিউটার সায়েন্সের পাশাপাশি ডিজিটাল মার্কেটিং শিখার চেষ্টা করতেছি, ইনস্টিটিউট এর ক্লাসের ফাঁকে যখন সবাই যখন গেম খেলা আর আড্ডা দেওয়াই ব্যস্ত থাকে, আমি তখন ব্লগ লিখি, আমার একটি ওয়েবসাইট আছে যেখানে আমি ব্লক গুলো আপলোড করে থাকি। দিনের বেশিরভাগ সময় চলে যায় ক্লাস, ব্লগ আর কফির মধ্যে। আর রাতটা?

রাত মানে আমার ভাবনার সময়, আসলে আমি একটু বেশি চিন্তা করি বলা চলে (অতিরিক্ত চিন্তাবিদ), নিজের ভবিষ্যৎ, নিজের জীবন এগুলো নিয়েই বেশি ভাবি। জীবন এখনো প্রজেক্টের মতো যেখানে কোড, ক্রাশ, ক্রাইসিস সব মিশে আছে। বলা চলে আমার জীবনটা যেন ক্রিস্টোফার নোলানের সিনেমার মতো, টাইমলাইন গুলিয়ে গেছে, দৃশ্যগুলো একে একে খুলে যাচ্ছে, কিন্তু শেষটা এখনও দেখা বাকি।

হারানো, আর শেখা

একটা সময় ছিল, আমি কারও প্রতি খুব দুর্বল ছিলাম। এমন একজন, যার হাসি মানেই পুরো দিনটা ভালো লাগতো। আমি একটা সময় ভেবেছিলাম ভালোবাসাই আমার গন্তব্য। কিন্তু যখন সে চলে গেলো, তখন বুঝলাম, আমি এখনো নিজের প্রথম অধ্যায়েই আছি। সেই মুহূর্তে মনে হয়েছিল পৃথিবী থেমে গেছে। আমি তখন নিজেকে একটা প্রশ্ন করেছিলাম “আমি কাঁদব, নাকি আমি বড় হব?” সেই দিন থেকেই আমি বদলাতে শুরু করি। আর সেই হারানো মানুষটার জায়গায় আমি নিজের স্বপ্নকে বসিয়ে দিই।

ভাঙা হৃদয় আমাকে শেখায়, সবাই গল্পে থাকতে আসে না, কেউ কেউ আসে শুধু পটভূমি ঘুরিয়ে দিতে। তখন আমি বুঝলাম কিছু দরজা বন্ধ না হলে নতুন রাস্তায় যাওয়া যায়না। ওটা আমার জন্য একটা টার্নিং পয়েন্ট ছিলো সেখান থেকেই আমি  নিজের উন্নতির পথে হাঁটা শুরু করলাম।

পরিকল্পনা ও স্বপ্ন 

আমি এখনো সেই ছেলে, যে নিজের ঘর থেকে বড় একটা ভবিষ্যতের স্বপ্ন দেখে, কিন্তু এখন পার্থক্য হলো আমি শুধু স্বপ্ন দেখি না, সঙ্গে সেটা বাস্তবায়নের জন্য কাজও করি। এখন আমি সবসময় বড় চিন্তা করি, বড় স্বপ্ন দেখি, কারণ ছোট চিন্তায় বড় গল্প লেখা যায় না। আমার এখন শুধু টাকা চাই না, আমি এখন চাই স্বাধীনতা, আমি সেই জীবন চাই যেখানে কাউকে খুশি রাখতে আমার নিজের স্বপ্ন বিক্রি করতে হবে না। আমি এমন জীবন চাই যেখানে আমি নিজের মতো করে বাঁচব, যেখানে কোনো বাধা আমাকে বাধা দিতে পারবে না।

কোন একটা ভিডিওতে Andrew Tate একবার বলেছিলেন “Be strong enough to be alone, but wise enough to build an empire.” আমি তার philosophy থেকে নিয়েছি শুধু একটিই জিনিস ‘Escape the Matrix.’ আমি চাই আমার জীবন আমার নিয়মে চলুক, কারও script অনুযায়ী নয়।

সফলতার আগে একাকিত্ব

নিজের স্বপ্নের দিকে ছুটে চলা এতটা সহজ নয়, তুমি যখন নিজের স্বপ্নের পথে হাঁটবে, পথটা ফাঁকা থাকবে।
বন্ধুরা বুঝবে না,‌ পরিবার চিন্তা করবে, কিন্তু ভেতরে একটা আগুন বলবে‌ “চালিয়ে যাও, ভাই”। এখনকার নীরবতা একদিন  ই করাতালির কারণ হয়ে দাঁড়াবে। যেখান থেকে আমি আমার নিজের ভবিষ্যৎ পাল্টাচ্ছি।

আমার প্রতিভা ও জীবনধারা

এমন অনেকেই ভাবে, সহওয়ায়া মানে শুধুই টাকা কামানো। কিন্তু আমার জন্য বিষয়টা ভিন্ন, আমার জন্য সফলতা মানে, নিজেকে প্রতিদিন একটু করে উন্নত করা। বর্তমানে আমার উচ্চতা Kora taluka৬ ফুট ২ ইঞ্চি, আমি জানি, এই উচ্চতা দিয়ে কিছু প্রমাণ করা যায় না, যদি ভিতরটা দুর্বল থাকে। তাই আমি মানসিকভাবে শক্ত হতে শিখছি, না বললে কষ্ট পাই না,‌ হেরে গেলে ভেঙে পড়ি না, এখন আমি জানি, আমার টাইমলাইন অন্যরকম। যেহেতু মানসিকভাবে শক্ত হয়েছি।

আমি চাই শারীরি‌ক ভাবেও আরো বেশি শক্ত হই, তাই ‌আমি নিয়মিত ব্যায়াম করি, কারণ আমি চাই আমার শরীর আমার মানসিক শক্তির প্রতিফলন হোক, তারপর বিয়ের দিকে আগানোর কথা ভাববো।

“বিয়ে কবে?” প্রশ্নের উত্তর

বিয়ে কবে হবে? সেটা নির্ভর করছে তোমার স্বপ্ন পূরণের ওপর। আমার বিয়ে হবে যেদিন আমি বলব “Now I can protect, provide, and prove.”‌ ততদিন আমি নিজের গল্পে ব্যস্ত আছি, যেখানে commitment মানে dedication, আর partner মানে purpose। যখন আমি আমার প্রথম মিলিয়ন ডলার উপার্জন করব। এখনো এখনো আমার গল্পের  "Intermission" শুরু হয়নি, শেষটা আসবে যখন আমি নিজের সাম্রাজ্য গড়ব।

সমাপ্তি

আমার জীবনটা Inception- এর মতো, স্বপ্নের ভিতরে স্বপ্ন, লক্ষ্যগুলোর ভিতরে লক্ষ্য। আমি জানি, সবাই বুঝবে না, কারণ আমি নিজেও এখনো সবকিছু বুঝতে সক্ষম হয়নি। আমি এখন নিজের এমন এক গল্প লিখতে ব্যস্ত আছি, বিয়ে শুধুমাত্র যার একটা অধ্যায় হবে মাত্র, এখনো অনেক পথ বাকি, অনেক স্ক্রিপ্ট অসম্পূর্ণ। আমি এখনো আমার সিনেমা লিখছি। এখনো ক্লাইম্যাক্স আসেনি। যেদিন আসবে, সেদিন পৃথিবী বুঝবে, আমি কেন বলেছিলাম, বোঝার চেষ্টা করো না, শুধু অনুভব করো।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Contact us

Md. Abir Hossain
Shimul Obayed
I’m the creative force behind Infrnoz, fusing digital strategy with design fire to build visuals that command attention and drive impact.।